খালেদা জিয়া সুস্থ হলে বাকি সাজা খাটতে হবে কিনা, জানালেন আইনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 'ল রিপোর্টার্স ফোরাম' এই অনুষ্ঠানের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত তাই তার দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি তিনি সুস্থ হয়ে থাকেন তাহলে তাকে বাকি সাজা খাটতে হবে।
আরও পড়ুন: আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি
১০বছর পর জামাত ঢাকায় সমাবেশ করার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, তাদেরকে অনুমতি দেওয়ার মালিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতএব স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করুন।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ হাজার ১ মামলা: আইনমন্ত্রী
অপরাধী সংগঠন হিসেবে জামাতের নিবন্ধন বাতিলের বিষয়ে কথা বলেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, অপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার করার জন্য যথেষ্ট তথ্যপত্র রয়েছে। তবে তারা বিচারে যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অপরাধী দল হিসেবে বলা যাবে না।
জেবি/এসবি