সিলেটে ১৫ জনের মৃত্যু, পটুয়াখালী থেকে ট্রাক চালক গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


সিলেটে ১৫ জনের মৃত্যু,  পটুয়াখালী থেকে ট্রাক চালক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করেছে র‌্যাব। 


রবিবার (১১ জুন)  মো. শফিকুল ইসলাম (২৭) নামে ওই ট্রাক চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  এর আগে শনিবার (১০ জুন) সন্ধ্যায় পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে তাকেগ্রেফতার করে র‌্যাব।


আরও পড়ুনআরও পড়ুনসিলেটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪


শফিকুল ইসলাম শেরপুর জেলা সদরের নয়াপাড়া মোকসেদপুরের মো. মিস্টার মিয়ার ছেলে।


রবিবার র‌্যাব-৯ সদর দপ্তরে অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক সংবাদ সম্মেলনে জানান, ৭ জুন ভোরে দুর্ঘটনার পর আহতাবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাক চালক মো. শফিকুল ইসলাম। তিনি পালিয়ে সিলেট থেকে পটুয়াখালী চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়। 


জেবি/এসবি