অংশীজনদের সাথে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে রবিবার (১১ জুন) অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মপরিকল্পনা মোতাবেক গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে অংশীজনদের সাথে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।
সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি চর্চার জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত নানামুখী প্রকল্প গ্রহণ করেছে।
আরও পড়ুন: বর্ণিল আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ উদযাপিত
এর অংশ হিসেবে বর্তমানে ১৯ টি জেলায় শিল্পকলা একাডেমির আধুনিক ভবন নির্মাণ এবং ২১ জন মনিষীর নামে সারাদেশে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প প্রস্তাবিত হয়েছে। এছাড়া ২২ টি জেলায় একাডেমি ভবনগুলোর নবায়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ এবং মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
২০১১ সাল থেকে ২০২২ পর্যন্ত বাস্তবায়িত ও বর্তমানে চলমান প্রকল্পগুলোর বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরা হয়। একাডেমির প্রস্তাবিত প্রকল্প ও কর্মসূচিগুলোর অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়। বর্তমানে ১০ টি উপজেলায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মহাপরিচালক জানান, বর্তমানে একাডেমির ৭ টি বিভাগ থেকে ১৩ টি বিভাগে বর্ধিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। নানামুখী প্রকল্পের মাধ্যমে সারাদেশে সাংস্কৃতিক কার্যক্রম ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন মহাপরিচালক।
জেবি/ আরএইচ/