বরিশালে দুই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০০ পিএম, ১২ই জুন ২০২৩


বরিশালে দুই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব রাজিব ও টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ মান্নার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।


সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওই ওয়ার্ডের গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।


টিফিন বক্স মার্কার প্রার্থীর ওই সমর্থক জানান, লাটিম মার্কার প্রার্থী ও তার স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছেন। টিফিন বক্স মার্কার কাউকেই ঢুকতে দিচ্ছেন না। এমনকি বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: বরিশালে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হচ্ছে


তবে লাটিম মার্কার প্রার্থীর স্ত্রী মৌসুমী কবির মৌ উল্টো অভিযোগ তুলে জানান, টিফিন বক্স প্রতীকের প্রার্থী মাঠে নেই। তিনি ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে আনছেন। এতে বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তারা লাইনেই দাঁড়াতে দিচ্ছে না। এমনকি বলছে, বের করে দেবে।


এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এখানে ঝামেলা হচ্ছে—এমন খবর পেয়ে তারা এসেছেন। দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


জেবি/ আরএইচ/