Logo

ইতালিকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতল উরুগুয়ে

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ২৩:২২
ইতালিকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতল উরুগুয়ে
ছবি: সংগৃহীত

বড়দের আসরে ৪ বারের চ্যাম্পিয়ন ইতালির স্বপ্ন গুঁড়িয়ে ১-০ গোলে যুবাদের বিশ্বকাপের রাজত্ব মুকুট নিজেদের করে নিয়েছে লুইস সুয়ারেজের উত্তরসূরিরা ।

বিজ্ঞাপন

চলমান যুব ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে।

এবারেই প্রথম ফাইনালে জায়গা করে নিয়ে ছিল ইতালি। অপরদিকে, দুইবার ফাইনাল খেললেও উরুগুয়ের শিরোপা আক্ষেপ থেকে যায়। তবে তৃতীয়বারের চেষ্টায় শিরোপা খরা কেটেছে দলটির।

বিজ্ঞাপন

বড়দের আসরে ৪ বারের চ্যাম্পিয়ন ইতালির স্বপ্ন গুঁড়িয়ে ১-০ গোলে যুবাদের বিশ্বকাপের রাজত্ব মুকুট নিজেদের করে নিয়েছে  লুইস সুয়ারেজের উত্তরসূরিরা ।

বিজ্ঞাপন

লাতিন আমেরিকার আর্জেন্টিনার টোলোসার ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। বল দখলে এগিয়ে ছিল ইতালিয়ানরা। পুরো ম্যাচে ইতালির গোলবারে ১৫টি শট নিয়েছে উরুগুইয়ানরা। অপরদিকে মাত্র তিনটি শট নিয়েই ক্ষান্ত থেকেছে ইতালি, যার একটিও লক্ষ্যে ছিল না।

বিজ্ঞাপন

একের পর এক আক্রমণ করেও দক্ষিণ আমেরিকার দলটি কোনো প্রকার গোলের দেখা পাচ্ছিল না! ম্যাচের শুরু থেকেই সমান তালে আক্রমণ চালালেও গোলশূন্য ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে একই ধাঁচের আক্রমণ। কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না।

বিজ্ঞাপন

শেষের দিকে  অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর শঙ্কাও জেগেছিল। তবে শঙ্কা উড়িয়ে ম্যাচের শেষ দিকে গোল করে ইতালির শিরোপা স্বপ্ন ধূলিসাৎ করেন লুসিয়ানো রদ্রিগেজ। ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৬তম মিনিটে দলকে সাফল্য এনে দেন ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ড। এর পরই আনন্দে ভাসেন গ্যালারির প্রায় ৪০ হাজার দর্শক। ফাইনালে উপস্থিত হয়ে বিজয়ীদের শিরোপা তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD