বরিশালে আঙুলের ছাপ মেলেনি জাপা মেয়র প্রার্থীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


বরিশালে আঙুলের ছাপ মেলেনি জাপা মেয়র প্রার্থীর
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন ভোট দিয়েছেন। 


সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্দুল মান্নান ডি ডি এফ মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। 


আরও পড়ুন: বরিশালে দুই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি


ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদেরকে জানান, তার সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে একটি পক্ষ নিরুৎসাহিত করছে। এছাড়া ভোট দিতে এসে তার আঙুলের ছাপ মেলেনি। পরে প্রিজাইডিং অফিসার ভোট প্রদানের ব্যবস্থা করে দেন। 


বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) সাতজন মেয়র প্রার্থী ছাড়াও ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ভোটে লড়ছেন। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী।


জেবি/ আরএইচ/