বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩
সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কমতে পারে দিন ও রাতে তাপমাত্রা।
সোমবার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এছাড়া পরবর্তী ৩ দিন সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: জাতির পিতার ভাষণ সমগ্র বিশ্বের অমূল্য দলিল: শেখ হাসিনা
পূর্বাভাসে বলা হয়, খুলনা, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: এবার মমতার জন্য আম পাঠাচ্ছেন শেখ হাসিনা
রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
জেবি/এসবি