তিন মাস সুন্দরবন বন্ধ, জেলে পরিবারের নাভিশ্বাস


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


তিন মাস সুন্দরবন বন্ধ, জেলে পরিবারের নাভিশ্বাস
ফাইল ছবি

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল খুলনা জেলা কয়েক লক্ষ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। দাকুপ,পাইকগাছা ও কয়রার বেশির ভাগ মানুষ সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু, গোলপাতা আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু জুন থেকে আগষ্ট পর্যন্ত তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় চরম ভোগান্তি পোয়াচ্ছে জেলে পরিবার। 


সরজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়, কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন এ-র কাঠকাটা গ্রামের মো. আল আমিন হোসেন ও রফিকুল ইসলাম বলেন আমাদের জীবিকা নির্বাহ করার এক মাত্র জায়গা সুন্দরবন সেটি তিন মাস বন্ধ থাকায় ছেলে, মেয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন পার করতে হচ্ছে। 


আরো খোঁজ নিয়ে জানা যায়, কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা ৫নং কয়রা গ্রামের রজব আলী, নূর ইসলাম, রেজওয়ান বলেন বর্তমান সময়ে দ্রব্য মূল্যের দ্বিগুণের চেয়ে বেশি দাম তা কিনে সংসার চালাতে হিম-সিম খাচ্ছি। 


এছাড়া আরো বেশ কয়েক জন জেলের সাথে কথা হলে বলেন তিন মাস সুন্দরবন বন্ধের বিষয় টা আরো একবার ভেবে দেখলে ভালো হতো। 


মৎস্য অধিদপ্তর সুত্র থেকে জানাযায় এ-ই তিন মাস সুন্দরবনে বিভিন্ন প্রজাতির মাছ প্রজন্ম হয়। সেই জন্য সরকার নির্ধারিত তিন মাস সুন্দরবন বন্ধ থাকে। জেলেদের দুর্ভোগ কষ্ট লাঘব করতে জেলে কার্ডের মাধ্যমে ৮৬ কেজি করে  চাউল দেওয়া হয়। 


তবে জেলেরা বলছে বর্ষার মৌসুমে সুন্দরবনে বিষেশ করে চিংড়ি মাছ বেশি পাওয়া যায় এবং সেটা ধরে লাভবান হওয়া যায়।


আরএক্স/