ঝিনাইদহে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার দায়ে মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: মহেশপুরে ফলেছে কালো সোনা নামে পরিচিত ‘ভ্যানিলা মসলা’
সোমবার (৩০ জুন) সকালে উপজেলার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল। এ কারণে প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

চার মাসে মামলা হ্রাস,আইনশৃঙ্খলায় সেনাবাহিনীর সুনির্দিষ্ট প্রভাব

বেনাপোল কাস্টমস হাউসে কমপ্লিট শাটডাউন, আমদানি-রপ্তানি বন্ধ

ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর
