ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩
দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৮০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও দুই জনের প্রাণহানি হয়েছে। এনিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মোট ২৬ জন মারা গেছেন।
সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ূন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু
এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি রোগীর ১৫০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে।
দেশে সর্বমোট ৬৫০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১২২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
আরও পড়ূন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সব হাসপাতালকে প্রস্তত থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ৩৯০ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৮২৮ জন হয়েছে।
একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৭১৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী দুই হাজার ১২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭০২ জন।
জেবি/এসবি