হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৩
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: খালেদা জিয়াকে সুস্থ রাখার চেষ্টা চলছে: চিকিৎসক
রাত পৌনে ১টার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে খালেদা জিয়া কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীক্ষানিরীক্ষার পরই জানা যাবে।
জেবি/এসবি