ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশের চাঁদনী


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৪৭ এএম, ১৩ই জুন ২০২৩


ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশের চাঁদনী
খুশনূর আলম চাঁদনী

কর্মস্থল সেন্ট ম্যারি হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে বাসায় ফেরার সময় দ্রুতগামি আরেকটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশি আমেরিকান খুশনূর আলম চাঁদনী (৩২)। 


স্থানীয় সময় রবিবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে। 


পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকসহ ৫ প্যাসেঞ্জারের সকলেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আরও পড়ুন: চীনে কমছে বিয়ে সংখ্যা, জন্মহার কমার শঙ্কা


উল্লেখ্য,  উত্তর আমেরিকার জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের একমাত্র কন্যাই হলো চাঁদনী। চাঁদনী ৬ বছর যাবত সেন্ট ম্যারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করছিলেন। একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ পেয়েই নিউইয়র্ক থেকে সস্ত্রীক ফ্লোরিডায় ছুটে গেছেন খুশবু আলম।


আরও পড়ুন: ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই


সেখান থেকে টেলিফোনে তিনি গণমাধ্যমকে জানান, “সন্ধ্যা ৬টার সময়েও টেক্সটে কথা হয়েছে মেয়ের সাথে। তার এক ঘণ্টা পরই আমাদের মায়া ত্যাগ করে চাঁদনী চলে গেছেন ঘাতকের গাড়ির ধাক্কায়। চাঁদনীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার ওয়েস্ট পামবীচের একটি মসজিদে এবং সেখানেই দাফনের প্রস্তুতি চলছে বলেও জানালেন খুশবু।”


জেবি/এসবি