চীনে কমছে বিয়ে সংখ্যা, জন্মহার কমার শঙ্কা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


চীনে কমছে বিয়ে সংখ্যা, জন্মহার কমার শঙ্কা
ছবি: সংগৃহীত

চীনে গত বছর বিয়ের সংখ্যা কমে যাওয়ায় তিন দশকের মধ্যে সর্বনিম্ন ছিল বিয়ের হার। দিনে দিনে দেশটির মানুষের মধ্যে বিয়ের আগ্রহ কমছে।


চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় গত শুক্রবার (৯ জুন)  জানায়,  ২০২২ সালে চীনে ৬.৮৩ মিলিয়ন দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছে। যা ২০২১ সালের তুলনায় ১০.৫ শতাংশ। ওই বছর দেশটিতে বিয়ে নিবন্ধন হয়েছিল ৭.৬৩ মিলিয়ন।


আরও পড়ুন: ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই


দেশটিয়ে বিয়ে কমে যাওয়ার কারণে জন্মহারও কমছে। এর ফলে কিছুটা বিচলিত হয়ে পড়ছে চীনা কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার কমার প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতিতে।


আরও পড়ুন: শিলচর শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন‍্যায় ডুবল


চীনা কর্তৃপক্ষ তরুণদের  বিয়েতে আগ্রহী করতে নানা রকম পদক্ষেপ নিলেও তা খুব একটা কার্যকর হচ্ছে না। সূত্র: সিএনএন


জেবি/এসবি