শিলচর শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যায় ডুবল
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩
টানা ৫ ঘন্টার লাগাতার বৃষ্টিপাতে আসামরাজ্যের কাছাড়জেলার শিলচর শহর কৃত্রিম বন্যায় ডুবল। শহরের বিভিন্ন এলাকা জলের তলায় রয়েছে।
ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোড, শিলংপট্টি, জেল রোড, অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জমা জলের সমস্যায় জনজীবন নাজেহাল।
পথচারীসহ স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। স্থানীয় জনগণের অভিযোগ, শিলচর রঙ্গিরখাল নালাসহ শহরের বিভিন্ন নালা আর্বজনায় ভরে থাকার কারণে জল টানতে পারছে না।
এছাড়া ড্রেন সংস্কার কাজের দরুণ কিছু ড্রেন বন্ধ প্রায়। সবমিলিয়ে জমা জলে হাবুডুবু খেতে হচ্ছে শিলচর শহরবাসীর।
আরএক্স/