Logo

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় নতুন উদ্যোগ সৌদি আরবে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৪
2Shares
হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় নতুন উদ্যোগ সৌদি আরবে
ছবি: সংগৃহীত

সৌদি আরব শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদুল হারামে বিশেষ পরিচয়মূলক সেফটি ব্রেসলেট চালু করেছে। এই ব্রেসলেটগুলিতে শিশুর অভিভাবকের যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকে, যাতে কোনো শিশু হারিয়ে গেলে দ্রুত তাকে শনাক্ত করে অভিভাবকের কাছে ফেরত দেওয়া সম্ভব হয়।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) গালফ নিউজ প্রতিবেদনে জানানো হয়েছে, মসজিদুল হারামে প্রবেশের সময় শিশুদের হাতে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। এটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ, যার লক্ষ্য দর্শনার্থীদের নিরাপত্তা বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করা।

বিশেষভাবে কিং আবদুল আজিজ গেট, কিং ফাহদ গেট ও ৭৯ নম্বর গেটে কর্মীরা অভিভাবকদের কাছ থেকে তথ্য নিয়ে ব্রেসলেট নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করছেন। কর্তৃপক্ষ সকল অভিভাবককে এই পরিষেবার সুবিধা নিতে উৎসাহিত করছে, বিশেষ করে ওমরাহ মৌসুম এবং হজ তীর্থযাত্রার সময়, যখন মসজিদে মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা বহুগুণ বেড়ে যায়।

বিজ্ঞাপন

মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা সংক্রান্ত জেনারেল অথরিটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে শিশু সুরক্ষা সর্বোচ্চ মানে উন্নত করা এবং অভিভাবকদের মানসিক শান্তি প্রদান করা হবে।

সূত্র: গালফ নিউজ

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD