Logo

ইইউ অনির্দিষ্টকালের জন্য আটকে দিচ্ছে রাশিয়ার ২,৪৬০ কোটি ডলার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫২
2Shares
ইইউ অনির্দিষ্টকালের জন্য আটকে দিচ্ছে রাশিয়ার ২,৪৬০ কোটি ডলার
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রিজ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে মোট ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করা হবে। তবে এর জন্য একটি শর্ত রয়েছে—রাশিয়া যদি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়, তাহলে ইউক্রেন কিস্তির ভিত্তিতে সেই অর্থ রাশিয়াকে ফেরত দেবে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া এসভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, ন্যায়বিচার এবং জবাবদিহিতার দিক থেকে এটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। ইইউ’র এ পদক্ষেপ ক্ষতিপূরণ ঋণ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং রাশিয়াকে তাদের ধ্বংসযজ্ঞের প্রভাব অনুভব করাবে।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট এবং ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোস বৈঠক শেষে জানিয়েছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে ১৮ ডিসেম্বরের বৈঠকে সেগুলো সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থ-সম্পদ চুরির নতুন উপায় বের করেছে।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর থেকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ও সম্পদ জব্দ করত। তবে এবার সিদ্ধান্তটি স্থায়ী করা হয়েছে, অর্থাৎ প্রতি ছয় মাসে মেয়াদ নবায়নের প্রয়োজন হবে না।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD