Logo

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, সুদানকে সতর্ক করল জাতিসংঘ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫
5Shares
বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, সুদানকে সতর্ক করল জাতিসংঘ
ছবি: সংগৃহীত

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, ‘সুদানের কাদুগ্লিতে জাতিসংঘের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে নিন্দা জানাচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।,

তিনি আরও বলেন, জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার বাধ্যবাধকতা। এ ধরনের ঘটনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন মহাসচিব। নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবার ও স্বজনদের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এক বিবৃতিতে এ ঘটনাকে ‘বৈশ্বিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার সুদানের আবেই অঞ্চলের কাদুগ্লিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি কন্টিনজেন্টের ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় নিহত হন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী। তারা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের সেনা–সমর্থিত সরকার এ হামলার জন্য দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-কে দায়ী করেছে। দেশটির সেনাপ্রধান ও সরকারপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক বিবৃতিতে শান্তিরক্ষীদের ওপর এই হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এ সংঘাতে রাজধানী খার্তুম, দারফুরসহ দেশটির বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও উদ্যোগ সত্ত্বেও এ সংঘাত শিগগির থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD