Logo

সিডনিতে হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭
12Shares
সিডনিতে হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারী হামলাকারীকে সাহসিকতার সঙ্গে নিরস্ত্র করে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক আহমেদ আল আহমেদ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জীবন বাজি রেখে তিনি হামলাকারীর হাত থেকে রাইফেল ছিনিয়ে নেন, যার ফলে বহু মানুষের প্রাণ রক্ষা পায়।

ফুটেজে দেখা যায়, ৪৩ বছর বয়সী ফলের দোকানি আহমেদ আল আহমেদ সাদা শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় গাড়ির আড়াল থেকে হঠাৎ দৌড়ে গিয়ে কালো শার্ট পরা এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। পেছন দিক থেকে হামলে পড়ে তিনি ওই ব্যক্তির হাত থেকে রাইফেল কেড়ে নেন এবং অস্ত্রটি তার দিকেই তাক করেন।

বিজ্ঞাপন

পরে বন্দুকধারী পিছু হটে একটি সেতুর দিকে এগিয়ে যায়, যেখানে আরেকজন হামলাকারী অবস্থান করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আহমেদ অস্ত্রটি মাটিতে রেখে দেন।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস আহমেদ আল আহমেদকে ‘প্রকৃত নায়ক’ আখ্যা দিয়ে বলেন, “এটি আমার দেখা সবচেয়ে অবিশ্বাস্য সাহসিকতার দৃশ্য। তার কারণেই আজ অসংখ্য মানুষ বেঁচে আছেন।”

হনুকা ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত ওই সৈকত অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারী নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত ও আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। পুলিশ তৃতীয় কোনো হামলাকারী জড়িত ছিল কি না, তা তদন্ত করছে।

বিজ্ঞাপন

প্রথমদিকে রয়টার্স জানায়, সাহসী ওই পথচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ পরে নিশ্চিত করে যে তিনি আহমেদ আল আহমেদ। ঘটনার সময় অপর এক হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও বিপদের মুখে সহায়তায় এগিয়ে আসা নাগরিকদের প্রশংসা করে বলেন, “তারা সত্যিকারের নায়ক। তাদের সাহসিকতাই বহু জীবন বাঁচিয়েছে।”

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমেও আহমেদের সাহসিকতা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন লেখেন, “বেশিরভাগ মানুষ বিপদ থেকে পালায়, কিন্তু এই মানুষটি তা করেননি।” আরেকজন মন্তব্য করেন, “বন্ডি সৈকতে সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তিনি বহু প্রাণ বাঁচিয়েছেন—তিনিই আমাদের নায়ক।”

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD