Logo

ভারতের নাগাল্যান্ডে দাবানল, তিন দিন ধরে জ্বলছে জুকো উপত্যকা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬
2Shares
ভারতের নাগাল্যান্ডে দাবানল, তিন দিন ধরে জ্বলছে জুকো উপত্যকা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যঘেরা জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। টানা তিন দিন ধরে উপত্যকার বিস্তীর্ণ অংশে আগুন জ্বলছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে যাওয়া চারজন স্থানীয় ট্রেকারের অসাবধানতার কারণেই দাবানলের সূত্রপাত হয়েছে। তারা ট্রেকিংয়ের সময় উপত্যকার একটি স্থানে তাঁবু স্থাপন করে ক্যাম্পফায়ার জ্বালান। পরে পানির খোঁজে সেখান থেকে সরে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পানি নিয়ে ফিরে এসে তারা দেখতে পান, আগুন আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তারা নিজেরাই আগুনের মধ্যে আটকা পড়েন। শনিবার উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে। ততক্ষণে উপত্যকার প্রায় ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে যায়।

বিজ্ঞাপন

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রেকাররা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। তবে বর্তমানে দাবানল কতটা এলাকায় বিস্তৃত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে প্রশাসন।

জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভানোর চেষ্টা চালালেও দুর্গম পাহাড়ি এলাকা ও খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই। ফলে দমকল ও উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

বিজ্ঞাপন

এ অবস্থায় নাগাল্যান্ড রাজ্য সরকার দাবানল নিয়ন্ত্রণে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ট্রেকারদের জুকো উপত্যকার আগুনপ্রবণ বনাঞ্চল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

সূত্র: দ্য হিন্দু

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD