নেপালে জেল ভেঙে পালাল বন্দিরা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪০ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


নেপালে জেল ভেঙে পালাল বন্দিরা
ছবি: সংগৃহীত

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলের পদত্যাগের পর দেশজুড়ে অরাজক পরিস্থিতি বিরাজ করছে।


সেনাবাহিনী সরকারের শীর্ষ মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, অন্যদিকে বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাড়ি অগ্নিসংযোগসহ সরকারঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর হামলা চালাচ্ছে।


আরও পড়ুন: কে এই লামিছানে, যাকে কারাগার থেকে ছিনিয়ে আনল বিক্ষোভকারীরা


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ধনগড়ি কারাগারে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়। এ সময় বহু বন্দি জেল ভেঙে পালিয়ে যান বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।


এদিকে নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানেকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্ত করে নিয়ে যায়। তার সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, লামিছানে বর্তমানে নিরাপদে আছেন।


আরও পড়ুন: কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা তাকে ঘিরে দাঁড়িয়ে থাকলেও সমর্থকরা লামিছানেকে অভ্যর্থনা জানাচ্ছেন। কয়েকজন কর্মী ফেসবুকে পুরো ঘটনাটি লাইভ সম্প্রচার করেন।


এর আগে ব্যাপক সহিংসতার মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। রয়টার্স জানায়, রাজধানী কাঠমান্ডুতে টানা দুই দিনের বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর তিনি হেলিকপ্টারে করে পালিয়ে যান।


এএস