দেশে বেড়েছে তালাকের হার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


দেশে বেড়েছে তালাকের হার
প্রতীকী ছবি

দেশে গত এক বছরে তালাকের হার বেড়ে ১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের বছর ছিল ০ দশমিক ৭ শতাংশ।


মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদন প্রকাশ করা হয়।


আরও পড়ুন: বিয়ে ও তালাক নিবন্ধন ফি বেড়েছে


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।


জেবি/ আরএইচ/