পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা জিয়ার চিকিৎসা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে। সোমবার রাতেই তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জুন) খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, কিছুক্ষণ আগে আমি হাসপাতাল থেকে বাসায় এসেছি। ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। সোমবার রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
তিনি আরও জানান, গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে ওনার পরবর্তী চিকিৎসা হবে।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুই জন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।
জেবি/ আরএইচ/