টেকনাফে ইজিবাইক থেকে ছিটকে পড়ে রোহিঙ্গা যাত্রীর মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


টেকনাফে ইজিবাইক থেকে ছিটকে পড়ে রোহিঙ্গা যাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ইজিবাইক থেকে ছিটকে পড়ে মো. আলী আহমেদ (২২) নামে এক রোহিঙ্গা যাত্রী নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৩ জুন) সকাল ৯ টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত আলী আহমেদ টেকনাফের ২৬ নম্বর ক্যাম্প শালবাগান ব্লকঃ এইচ/১০ এর বেলাল আহমেদের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম।


আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল


কমিউনিটি নেতা বজলুল ইসলাম বলেন, টেকনাফ ক্যাম্প ২৬ শালবাগান এর এইচ/১০ ব্লকের আলী আহমেদ (২২) নামের একজন রোহিঙ্গা হ্নীলা বাজারে ইজিবাইক করে যাওয়ার পথে আলীখালী নামক স্থানে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রোহিঙ্গা যুবককের বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।


জেবি/ আরএইচ/