কোরবানির চামড়ায় লবণ সরবরাহ নিশ্চিতকরণে বিসিকের সভা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


কোরবানির চামড়ায় লবণ সরবরাহ নিশ্চিতকরণে বিসিকের সভা
বিসিকের সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৩ জুন) বোর্ডরুমে বিসিকের এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান সভাপতিত্ব করেন। এসময় মাঠ পর্যায়ের কর্মকর্তারা জুম অনলাইনে সংযুক্ত ছিলেন। 


আরও পড়ুন: বিসিকের হস্তশিল্প মেলা শুরু


এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. আবদুল মতিন, পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন), বিসিক, অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাক (সম্প্রসারণ বিভাগ), বিসিক, সরোয়ার হোসেন, লবণ সেল প্রধান, বিসিক।


আরও পড়ুন: বিসিক ও বাংলা একাডেমির উদ্যোগে বৈশাখী মেলা শুরু


এছাড়াও  জুম অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, বিসিক আঞ্চলিক পরিচালকগণ, মহাব্যবস্থাপক (সকল), বিসিক, বিসিক জেলা প্রধান (সকল), উপমহাব্যবস্থাপক, লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়, কক্সবাজার, বিসিক, ও নির্বাহী প্রকৌশলী, বিসিক চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা।


জেবি/এসবি