নাগরপুরে মোবাইল কোর্টের অভিযান
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ১৩ই জুন ২০২৩

টাঙ্গাইলের নাগরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সদর বাজারের ভেটেনারি, মেডিসিন ফার্মেসি ও মাংসের দোকানে এ মোবাইল কোর্ট পরিচলনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান।
অভিযানে সঠিক কাগজপত্র না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় সেই সাথে মাংসের ওজন সঠিক পরিমাপে না দেয়ায় তিন দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা ভেটেনারি অফিসার মাহবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা প্রশাসনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, কিছু অসাধু ব্যাবসায়ী মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও মাংসের সঠিক পরিমাপ না থাকায় জরিমানা করা হয়েছে।
এধরনের অভিযান অব্যহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
