Logo

সরিষাবাড়ীতে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৩, ১১:৫৯
43Shares
সরিষাবাড়ীতে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী ব্যাক্তিদের আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে

বিজ্ঞাপন

জামালপুরের সরিষাবাড়ীতে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন ভ্রাম্যান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ মোতাবেক লাইসেন্স বিহীন ও ভেজাল মাংস বিক্রির দায়ে শহিদ নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, লাইসেন্স বিহীন ও গো খাদ্যসহ একই দোকানে মানুষের খাদ্য বিক্রির দায়ে পোল্ট্রি ব্যবসায়ী সুমনের কাছে থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. সুলতান, সরিষাবাড়ী থানার এসআই বশির উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন বলেন, আদালত পরিচালনাকালে দেখা যায় গরুর বাসি মাংস দোকানে বিক্রি হচ্ছে, পশুখাদ্যে বিক্রির অনুমোদন নেই দোকানে, তামাকপণ্যের প্রচারণা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী ব্যাক্তিদের আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ ধারা চলমান থাকবেও বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD