রূপগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টা, অস্ত্রসহ স্বামী আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


রূপগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টা, অস্ত্রসহ স্বামী আটক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী খাদিজা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যাচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধারালো ছুড়িসহ অভিযুক্ত স্বামী গোলাম মোর্শেদকে আটক করেছে পুলিশ। 


সোমবার (১২ জুন) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা দিঘীরপাড় এলাকায় ঘটে ঘটনা।


স্থানীয়দের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান,  ভুলতা দিঘীরপাড় এলাকার ডাক্তার মান্নান মিয়ার বাড়িতে গত ২৫ বছর ধরে বসবাস করে আসছেন গোলাম মোর্শেদ ও তার স্ত্রী খাদিজা বেগম। কয়েকদিন ধরেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়ার বিবাদ চলে আসছিল। 


আরও পড়ুন: রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম, বাড়িঘরে হামলা ভাংচুর


সোমবার রাত নয়টার দিকে হঠাৎ করে তাদের দুজনের মধ্যে ফের ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে স্বামী গোলাম মোর্শেদ একটি ধারালো ছুড়া দিয়ে স্ত্রী খাদিজা বেগমের গলায় আঘাত করেন। পরে খাদিজা বেগম রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে খাদিজা বেগমকে প্রথমে স্থানীয় ডিকেএমসি এমসি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী গোলাম মোর্শেদকে ধারালো ছুড়াসহ আটক করে।


জেবি/ আরএইচ/