রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম, বাড়িঘরে হামলা ভাংচুর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কামরুল হাসান (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে এ ঘটনায় আহত যুবকের ভাই সাফিম মোহাম্মদ রিজভী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
সাফিম তার অভিযোগে জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় শাহালী, বিজয়, রনি, হাসান, জুবায়েরসহ অজ্ঞাত ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কামরুল হাসানের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
এসময় কামরুল প্রতিপক্ষের লোকজনকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে বাড়িঘরে হামলা ভাংচুর চালাতে থাকে।
এসময় কামরুল ভাংচুরে বাঁধা প্রদান করলে তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে বাড়িঘরে হামলা চালিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে পরিবারে অন্যান্য সদস্যরা কামরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আরএক্স/