ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধাবার (১৩ জুন) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ২৯ জুনকে ঈদুল আজহার দিন ধরে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ঈদের মতো এবারো সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে বিক্রিত টিকিট এবার ফেরত নেওয়া হবে না।
এবার দুই ধাপে বিক্রি হবে ট্রেনের টিকিট। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।
আরও পড়ুন: ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ
রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন ২৬ জুনের টিকিট, ১৭ জুন ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন ২৮ জুনের টিকিট পাওয়া যাবে।
আরও পড়ুন: ঈদের আগে নতুন টাকা পাওয়া যাবে যেসব ব্যাংকে
ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসেবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট পাওয়া যেতে পারে।
জেবি/এসবি