নির্ধারিত স্থানে কোরবানিসহ নিয়ন্ত্রণ কক্ষ থাকবে ডিএনসিসির


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


নির্ধারিত স্থানে কোরবানিসহ নিয়ন্ত্রণ কক্ষ থাকবে ডিএনসিসির
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আসন্ন পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি কার্যক্রম ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। গেল বছরের ন্যায় এবারও উত্তর সিটির নির্ধারিত স্থানে দিতে হবে কোরবানি। এছাড়াও পশু কোরবানির পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় চালু থাকবে নিয়ন্ত্রণ কক্ষ।


এ নিয়ে সিটির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশও জারি করা হয়েছে।


সূত্র জানিয়েছে, কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসরণে প্রায় ১০ হাজার কর্মী কাজ করবে। এরমধ্যে ডিএনসিসির ২৮টি ওয়ার্ডে নিজস্ব ২ হাজার ১১৭ জন কর্মী কাজ করবেন। এছাড়া ২৬টি ওয়ার্ডে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগে ২ হাজার ৯০০ জন থাকবেন এবং ৩৬টি ওয়ার্ডে পিডাব্লিউসিএসপির কর্মী কাজ করবেন ৪ হাজার ৫০০ জন। আর স্পেশাল ক্লিনার হিসেবে কাজ করবেন ১৫০ জন।


আরও পড়ুন: কোরবানির বর্জ্য সরাতে উত্তর সিটিতে ৯৯০০ কর্মী


এছাড়াও ঈদে ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ কাজে ভাড়ায় নিয়োজিত পিকআপের কর্মী থাকবে ৩২৪ জন। সেই সঙ্গে নিজস্ব যন্ত্রপাতির পাশাপাশি ডাম্প ট্রাক, খোলা ট্রাক ১৫০টি, ভারী যন্ত্রপাতি ৪৭টি ও ১০টি পানির গাড়ি থাকবে। 


এদিকে, কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের তদারকির জন্য ইতোমধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূঁইয়া এবং দফতরের নিরাপত্তা কর্মকর্তা জিয়াউর হক ভূঞাকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া প্রয়োজনে ০২-৫৫০৫২০৮৪/০৯৬০-২২২২ ৩৩৩/১৬১০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


জেবি/ আরএইচ/