ঈদের দিন সন্ধ্যার মধ্যেই কোরবানি বর্জ্য অপসারণের নির্দেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


ঈদের দিন সন্ধ্যার মধ্যেই কোরবানি বর্জ্য অপসারণের নির্দেশ
ছবি অলংকরণ। জনবাণী

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কোরবানির ঈদে দিন সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


তিনি বলেন, এবারও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে হবে। সেখানে সব ধরনের ব্যবস্থা থাকবে। পানি থেকে শুরু করে পশুর বর্জ্য পরিস্কারের জন্য পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে থাকেবেন।


মন্ত্রী জানান, সাধারণত সন্ধ্যার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করা হয়। এবারও সেই নির্দেশনা দেওয়া হয়েছে।


আরও পড়ুন: কোরবানির পশুর চামড়া প্রতি বর্গফুট ১২০ টাকা নির্ধারণের দাবি


তিনি জানান, নির্ধারিত স্থানে কোরবানি করলে আপনাদেরই সুবিধা। কারণ সেখানে একসাথে সব রকমের সুবিধা পাচ্ছেন। বাড়তি কোনও ঝামেলা পোহাতে হচ্ছে না। সেখানে কোরবানির বর্জ্য অপসারণের জন্য পরিচ্ছনতা কর্মী থাকবে।


মন্ত্রী জানান, ইতমধ্যে আমরা দুই সিটির সঙ্গে আসন্ন কোরবানির ঈদ নিয়ে আলোচনা করেছি। আমাদের দুই সিটি করপোরেশন প্রস্তুত আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে এবার। প্রতিটি ওয়ার্ডে টিম করে কাজ করা হবে।


জেবি/ আরএইচ/