ডেঙ্গুতে আরও একজনের প্রাণানি, হাসপাতালে ২০১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩
বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৭৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২১১
আরও বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮০৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৬৬৭ জন, আর বাকি ১৩৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন দুই হাজার ৯৬৮ জন।
জেবি/এসবি