৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে ভিড়ল আরেকটি জাহাজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩
মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে এবার ৬৫ হাজার টন কয়লা নিয়ে নিয়ে ভিড়েছে বড় একটি জাহাজ ‘জিসিএল প্যারাদ্বীপ’। মাতারবাড়ীতে ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কয়লা আনা হয়েছে ইন্দোনেশিয়া থেকে।
বুধবার (১৪ জুন) সকাল ৯টায় গভীর সমুদ্র থেকে এম ভি জিসিএল প্রদীপ নামের জাহাজটিকে পাইলটিং করে জেটিতে নিয়ে আসেন চট্টগ্রাম বন্দরের পাইলটরা। এরপর সতর্কতার সঙ্গে জাহাজটিকে জেটিতে নোঙর করানো হয়।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রকল্প ব্যবস্থাপক (চট্টগ্রাম বন্দর) ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী কালের জানান, ‘ইরানের তারাহান বন্দর থেকে ৫ জুন রওনা দিয়ে জাহাজটি গত মঙ্গলবার বহির্নোঙরে ভিড়ে। আর বুধবার কয়লাবাহী জাহাজটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। এটা কয়লা নিয়ে আসা চতুর্থ বড় জাহাজ। সবগুলো জাহাজের গভীরতা বা ড্রাফট এবং দৈর্ঘ্য একই ধরনের।’
তিনি আরও বলেন, ‘প্রতিমাসে তিন থেকে চারটি কয়লাবোঝাই জাহাজ আসার চাহিদা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী জাহাজ আসা এবং ভিড়ার সব প্রস্তুতি চট্টগ্রাম বন্দরের আছে।’
আরও পড়ুন: কয়লা আসছে আরও দুই বিদ্যুৎকেন্দ্রের জন্য
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ জানান, ‘আমরা এখন কেন্দ্রের কমিশনিং কাজ চালাচ্ছি। ডিসেম্বর নাগাদ উৎপাদনে আসার পরিকল্পনা আছে। তার আগ পর্যন্ত কয়লা জাহাজ আসবে।
তিনি আরও বলেন, এই কেন্দ্রে ৬০ দিনের কয়লা রাখার সক্ষমতা আছে। এই কেন্দ্রে প্রতিদিন ১০ হাজার টন কয়লা প্রয়োজন হবে; যা থেকে উত্পাদন হবে ১৩২০ মেগাওয়াট বিদ্যুত। আর সেটি জাতীয় গ্রীডে যোগ করার জন্য লাইন নির্মাণ সম্পন্ন।
জেবি/এসবি