আগুনে পুড়ল কৃষকের ৬ গরু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


আগুনে পুড়ল কৃষকের ৬ গরু
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক কৃষকের ৬টি গরু আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।  ভুক্তভোগী কৃষকের নাম চুন্নু মুন্সি।


বুধবার (১৪ জুন) রাত ২টায় উপজেলার বগা ইউনিয়নের  ৮ নম্বর ওয়ার্ডে চন্দনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের


ভুক্তভোগী  চুন্নু মুন্সি জানান, বুধবার রাত আনুমানিক ২টার সময় চিৎকার শুনে বাইরে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। এ সময় আগুনে ৬ টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। দুটি গরু গলার রশি ছিড়ে বের হওয়ার কারণে বেঁচে গেছে। সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। গোয়ালঘরে মশারি ব্যবহার করি। মশার কয়েল ব্যবহার করি না। শত্রুতা করে কেউ হয়তো এ ঘটনা ঘটিয়েছে।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কৃষকের কোরবানির গরু উপহার


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক বলেন, “আজ সকালে এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটালো তা অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইগত ব্যস্থা নেওয়া হবে।”


জেবি/এসবি