চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে আব্দুল গাফফার (২৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।


বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৬ টার দিকে আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর নুড়োতলার মাঠে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গাফফার একই উপজেলর আলিহাটনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।


স্থানীয়রা জানায়, বিকেলে পাঁচকমলাপুর নুড়োতলার মাঠে নিজের ধানের জমিতে কাজ করছিলেন গাফফার। তখন হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে একটি আম গাছের নিচে আশ্রয় নেন তিনি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ জনের


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। 


বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।


জেবি/ আরএইচ/