জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা আছে: ফয়জুল করীম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
সম্প্রতি সিটি করপোরেশনসহ প্রায় সব নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছে ইসলামী আন্দোলন। সম্প্রতি বরিশাল নির্বাচনে অংশ নেওয়ার পর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন নায়েবে আমির হামলার শিকার হন।
এর পর থেকে সরকার পতনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে দলটি। পাশাপাশি জাতীয় সরকারের অধীনে ছাড়া আর কোনো নির্বাচনে অংশ নেবে না ইসলামী দল বলে ঘোষণা দেয়।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুফতি ফয়জুল করীম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, গুঞ্জন উঠেছে ইসলামী দলগুলো এক জোট হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে।
আরও পড়ুন: হামলায় আহত হলেন হাতপাখার মেয়রপ্রার্থী ফয়জুল করীম
সেখানে জামায়াত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করীম বলেন, সম্ভাবনা আছে। মূলত কথা হচ্ছে, আমরা রাস্তায় আন্দোলন করব। সেখানে কে থাকবে, আর কে থাকবে না— কীভাবে বলব? শীত এলে যেমন একসঙ্গে জোট হয়ে কম্বল ব্যবহার করে না। নিজে নিজে ব্যবহার করে। নিজেদের প্রয়োজনে করে। আন্দোলনের জন্য জোট যে জরুরি তা মনে করি না।
তিনি আরও বলেন, নিজেদের প্রয়োজনে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করবে। এটাই আমার কথা। জামায়াত যদি আন্দোলনের প্রয়োজন মনে করে তা হলে আন্দোলনে আসবে।
জেবি/ আরএইচ/