Logo

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে আদরের বিড়াল ‘জেবু’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৫
7Shares
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে আদরের বিড়াল ‘জেবু’
ছবি: সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার প্রত্যাবর্তন ঘিরে দলের পক্ষ থেকে ইতোমধ্যেই নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে আলোচনায় এসেছে তারেক রহমানের সঙ্গে দেশে আসতে যাচ্ছে তার পোষা বিড়াল ‘জেবু’।

দলীয় সূত্রে জানা গেছে, সাইবেরিয়ান প্রজাতির সাত বছর বয়সী এই বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করা হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে প্রায়ই অবসর মুহূর্তে পোষা বিড়াল জেবুর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। কখনো খুনসুটি, কখনো আদর— এমন নানা মুহূর্তের ছবি ও ভিডিও আগেও একাধিকবার ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জেবুর সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেছিলেন তারেক রহমান। সেসব ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও পরিচিত হয়ে ওঠে জেবু।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে পোষা প্রাণী প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন পরিবারের সবারই প্রিয় হয়ে উঠেছে। সেখানেই তিনি আদরের বিড়ালটির নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।

প্রাণীর প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের নৈতিক দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য রক্ষা না হলে মানবজীবনই শেষ পর্যন্ত ঝুঁকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD