Logo

দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩২
11Shares
দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে। তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে, এই বাস্তবতা মাথায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের একজন নির্ভীক সৈনিক। তিনি ভোট ও নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাদের সম্মান অক্ষুণ্ণ রেখে সবাইকে নতুন করে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

তারেক রহমান বলেন, দেশ এখন স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে। তবে এই মুক্তিকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এ কাজে রাজনৈতিক দল, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এর আগে বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্মৃতিস্তম্ভ প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিকভাবে বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা, সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের জন্য ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতারা, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে জেলা বিএনপি নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে তরুণ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। উন্মুক্ত ইন্টারনেট সংযোগের মাধ্যমে সাধারণ মানুষ শহীদদের ইতিহাস জানতে পারবে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের পথে এটি একটি কার্যকর পদক্ষেপ হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD