Logo

হাদি হত্যায় দুই আসামির ফের ৭ দিনের রিমান্ড চায় ডিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৪
7Shares
হাদি হত্যায় দুই আসামির ফের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি | ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সীমান্ত পারাপারকারী একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে এ আবেদন করেন ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) ফয়সাল আহমেদ। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন উপস্থিত ছিলেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী ও হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিম (২৩) হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ তার সহযোগীদের অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করেছে বলে তদন্তে প্রাথমিক প্রমাণ মিলেছে।

বিজ্ঞাপন

পুলিশের তথ্যমতে, হত্যার পর ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে এ সংক্রান্ত ধারণা পাওয়া গেছে।

ডিবির আবেদনে আরও বলা হয়, সীমান্ত পারাপারকারী চক্রের হোতা হিসেবে ‘ফিলিপ’ নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডের অর্থদাতা এবং পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে আসামিদের পুনরায় ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

বিজ্ঞাপন

এছাড়া, হত্যার আগে তথাকথিত ‘কিলিং মিশন’ পরিচালনায় কারা যোগাযোগ ও সহায়তা দিয়েছে, তা উদঘাটনের জন্যও ফের রিমান্ড জরুরি বলে আদালতকে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় বিজয়নগর পানির ট্যাংকের দিকে যাওয়ার সড়কে চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৩২৬, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারার সঙ্গে পরবর্তীতে ৩০২ ধারা যুক্ত করা হয়েছে। মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিম।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD