Logo

হাদিকে গুলি: শুটার ফয়সালকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বাবা-মা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৩
2Shares
হাদিকে গুলি: শুটার ফয়সালকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বাবা-মা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে শুটার ফয়সালের বাবা-মা আদালতে বিস্ফোরক তথ্য দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে হুমায়ুন কবির ও হাসি বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জবানবন্দিতে ফয়সালের বাবা-মা জানিয়েছেন, ফয়সালের সব ধরনের অপরাধ ও অপকর্ম সম্পর্কে তারা পূর্ব থেকেই জানতেন। হাদিকে গুলি করার ঘটনার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে সাহায্য করেছিলেন এবং অপরাধে ব্যবহৃত অস্ত্র লুকাতেও সহায়তা করেছিলেন।

বিজ্ঞাপন

তারা আরও জানিয়েছেন, ঘটনার দিন ফয়সাল সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। এর আগের রাতেই সে হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত। ঘটনার পর ফয়সাল শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায়, যেখানে তার বাবা-মা ও বোন উপস্থিত ছিলেন। সেখানে সে তিনটি অস্ত্র বাবার কাছে হস্তান্তর করে এবং মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে। এরপর সে বাসা থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে, যার সমস্ত ব্যবস্থা তার বাবা করেছেন। বের হওয়ার সময় ফয়সাল জানিয়েছে, সে বাংলাদেশ ত্যাগ করছে।

ফয়সালের বাবা-মা আদালতে আরও জানিয়েছেন, ফয়সালের ব্যক্তিগত জীবন জটিল ছিল। সে তিনবার বিয়ে করেছে এবং একজন বান্ধবী রয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াকালীন থেকে রাজনীতিতে জড়িত ছিলেন এবং পরে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেছিলেন।

বিজ্ঞাপন

জবানবন্দিতে তারা স্বীকার করেছেন, ফয়সাল মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তবে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না; সে সাধারণত অন্য জায়গায় থাকত, আর বাবা-মা মেয়ের বাসায় অবস্থান করতেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD