Logo

হামলায় আহত হলেন হাতপাখার মেয়রপ্রার্থী ফয়জুল করীম

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৩, ২৪:৩৯
38Shares
হামলায় আহত হলেন  হাতপাখার মেয়রপ্রার্থী ফয়জুল করীম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাতে তাঁর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে।

বিজ্ঞাপন

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রতীকের মেয়র প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। 

সোমবার (১২ জুন)  দুপুর পৌনে ১টার দিকে নগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফয়জুল করীম দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাতে তাঁর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে। 

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনার পরপরই মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন। তিনি জানান, “কিছুক্ষণ আগে শুনলাম তাকে (হাতপাখার প্রার্থী) কে বা কারা ঘুষি দিয়েছেন। তাকে আসলে ঢুকতে বাধা দেন নৌকার লোকজন। এরপর তিনি যখন বলেন, ভোট যে যার মতো দেবেন। এরপরপরই তাকে ঘুষি মারা হয়। আমি দেখেছি, তার দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুন: হাতপাখায় টিপ দিলে নৌকা আসে

বিজ্ঞাপন

এদিকে প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন অবশ্য বলেন, প্রার্থী তাঁর কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD