কক্সবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


কক্সবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে ‘বসত ভিটার বিরোধের’ জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন হয়েছে।


কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় এ ঘটনা ঘটেছে।


নিহত বেলাল হোসেন (৪০) ওই এলাকার মৃত মো. শাহাব উদ্দীনের ছেলে।


নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ার বাসিন্দা মো. শাহাব উদ্দীন জীবিত থাকা অবস্থায় মেঝ ছেলে বেলাল হোসেন নিজে আলাদা বসত ভিটা কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। গত বছরখানেক আগে শাহাব উদ্দীন মারা যান। বাবার মৃত্যুর পর বেলাল হোসেন ভাইদের কাছে পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটার মালিকানা দাবি করেন। 


এ নিয়ে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে ছোট ভাই বেলাল হোসেনের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে গত কিছুদিন আগে বেলাল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটার অংশ বিশেষ সীমানা ঘেরা দিয়ে ঘিরে ফেলেন। এতে বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিশী বৈঠকের দিন ধার্য ছিল।


আরও পড়ুন: কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ৭ আসামিকে যাবজ্জীবন


ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন সীমানা ঘেরা দেওয়া বসত ভিটা দেখতে যান। এ সময় বসত ভিটার মালিকানা দাবি নিয়ে বড় ভাই মোস্তাক আহমদ ও ছোট ভাই বেলাল হোসেনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে উভয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে বেলাল হোসেন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, তাদের বাবার মৃত্যুর পর ভাইদের কাছে মেঝ ভাই বেলাল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটা দাবি করেন। বিরোধ মিমাংসায় শুক্রবার স্থানীয় ইউপি সদস্যের কাছে সালিশী বৈঠকের দিন ধার্য ছিল। বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন বিরোধীয় বসত ভিটায় গেলে বড় ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়। পরে হাসপাতালের কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।


ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


জেবি/ আরএইচ/