চাঁপাইনবাবগঞ্জে কারিগরি মেলা ও অভিভাবক সমাবেশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ পিএম, ১৫ই জুন ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে কারিগরি মেলা ও অভিভাবক সমাবেশ
অভিভাবক সমাবেশ

"স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ - উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট দ্বিতীয় দিনের মত কারিগরি মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার (১৫ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অত্র প্রতিষ্ঠানে কারিগরি মেলা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রকৌশলী মোবারক হোসেন।  


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের, (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মঈন উদ্দিন প্রমুখ। 


অত্র প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান আফিদা রহমান, চীফ ইন্সট্রাক্টর  ফুড টেকনোলজি বিভাগীয় প্রধান ড. আরিফুল আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী'র অভিভাবকবৃন্দ।  


অতিথির দেয়া বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। তাই শিক্ষার্থীদের প্রকৃত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে বলে এসব কথা বলেন।


আরএক্স/