চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ'র গণশুনানী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
জাতীয় শুদ্ধাচার কৌশল-কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে (বিআরটিএ) সার্কেলের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের আয়োজনে কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাহজামাল হক'র সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর আনিসুজ্জামান, মেডিকেল অফিসার সিভিল সার্জন ডাক্তার মাসুম, মোটরযান পরিদর্শক সেলিম হাসান, আবু হুজাইফা, শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী প্রমুখ।
অপর অনুষ্ঠানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ'র আয়োজনে এবং জেলা প্রশাসকের সহযোগিতায়, গতিসিমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি" এ শ্লোগানকে সামনে রেখে (বিআরটিএ) সার্কেলের উদ্যোগে, সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবীগাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আরএক্স/