ইডেন ছাত্রী আঁখির চিকিৎসায় অবহেলা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
ইডেন মহিলা কলেজের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুবা রহমান আখিঁর চিকিৎসায় অবহেলার প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর নীলক্ষেত এলাকায় এই মানববন্ধন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, মাহবুবা রহমান আখিঁ ছিলেন সন্তানসম্ভবা। গত শুক্রবার রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে তাকে ভর্তি করানো হয়। গত তিন মাস ধরে সংযুক্তা সাহার তত্ত্বাবধায়নে নিয়মিত চেকআপ করাতেন। তিনি যার কাছে ডেলিভারির জন্য এখানে এসেছিলেন তিনি উপস্থিত ছিলেন না।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা বলেন, যে তিনি এখানে উপস্থিত আছেন ও চেষ্টা চালাচ্ছেন। কোনো প্রকার চেকআপ ছাড়াই কর্তৃপক্ষ ডেলিভারি কাজ শুরু করেন। প্রথমে তারা রোগীর পার্শ্ববর্তী স্থান কাটেন। পার্শ্ববর্তী স্থান কাটতে গিয়ে তারা রোগীর মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। এতে রোগীর প্রচন্ড রক্তক্ষরণ হয়। এ সময় রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। ঐ অবস্থায় তারা নবজাতক শিশুকে বের করে কাটা জায়গায় সেলাই করে দেন।
এদিকে রোগীর জ্ঞান হারানোর কারণে নবজাতকের হার্টবিট কমে যায় ফলে নবজাতককে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে রাত তিনটার দিকে আখিঁকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইডে নেওয়া হয়। এ অবস্থায় সেন্ট্রাল হাসপাতালে তার বাচ্চা মারা যায়। আখিঁ এখন ল্যাবএইডের সিসিইউতে ভর্তি আছেন।
আরও পড়ুন: দুই চিকিৎসকের কারাগারে
মানববন্ধনে তার স্বামী ইয়াকুব আলী সুমন বলেন, ডা. সংযুক্তা সাহাসহ যারা এই অবহেলায় জড়িত তাদের বিচার চাই আমি।
তিনি আরও বলেন, হয় তাকেও (সুমন) মেরে ফেলা হোক না হয় এ কাজে যারা জড়িত তাদের সঠিক বিচার করা হোক।
এই সময় তার সহপাঠী নাজমুল বলেন, সেন্ট্রাল হাসপাতাল যে চিকিৎসার নামে অপচিকিৎসা ও ব্যবসা করছে এর তীব্র নিন্দা জানাই আমরা। আজকে আঁখির সাথে যা ঘটেছে আর যেন অন্য কেউ তাদের প্রতারণার শিকার না হয় তার জন্য উপযুক্ত বিচার দাবি করছি।
এ সময় আখিঁর সহপাঠীরা তিনটি দাবি উপস্থাপন করেন।
দাবি তিনটি হলো-
১.ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসার কারনে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইননুযায়ী ব্যাবস্থা নিতে হবে।
২. ভুক্তভোগীর সম্পূর্ণ চিকিৎসার খরচ সেন্ট্রাল হাসপাতালকে বহন করতে হবে।
৩. নবজাতক শিশুর মৃত্যু ও আখিঁর ভুল চিকিৎসার জন্য তার পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে।
যদি তাদের এই দাবি মানা না হয় তাহলে সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন ডাক দেবেন বলে হুশিয়ারী দেন।
জেবি/ আরএইচ