সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারছে না: খন্দকার মোশাররফ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৩


সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারছে না: খন্দকার মোশাররফ
‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে বিএনপি মিডিয়া সেল আয়োজিত আলোচনা সভায় কথা বলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: জনবাণী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বুধবার একজন সাংবাদিককে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হত্যা করা হয়েছে। 


তিনি বলেছেন, সাগর-রুনি হত্যার পুলিশি প্রতিবেদন ১০০ বার পিছিয়েছে। এসবের কারণে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার সাহস পাচ্ছেন না।’ 


শুক্রবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে বিএনপি মিডিয়া সেল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার টিকে থাকতে পারবে না: খন্দকার মোশাররফ


মোশাররফ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছে। কারণ জনগণের আন্দোলনে সরকার আজ ভীত।


মোশাররফ হোসেন বলেন, ‘সরকার দেশের গণতন্ত্রই হত্যা করেনি, অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ডলারের সংকটে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। দ্রব্যমূল্য দ্বিগুন হয়ে গেছে। মানুষ আজ অনাহারে থাকছে। সরকারের এতে কোনো মাথা নেই। 


জেবি/ আরএইচ/