Logo

ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সভা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুন, ২০২৩, ০৪:৩৩
127Shares
ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সভা
ছবি: সংগৃহীত

৭ দফা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে

বিজ্ঞাপন

‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ প্রতিপাদ্যে ৭ দফা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ জুন) সকালে নগরীর শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজিৎ বর্মন ও পবিত্র রঞ্জন রায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলের সদস্য শ্রী মিলন কান্তি দত্ত। 

এ সময় বক্তারা দাবিগুলো উত্থাপন করে বলেন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন কর করতে হবে, অর্পিত সম্পতি প্রত‍্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি শিক্ষা বিষয়ক সম্পাদক তপু গোপাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর ঘোষ, পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রী নয়ন দাস হৃদয়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকাশ বনিক, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লিটন দাস, মহিলা ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর ডা. শিলা সেন, মহানগর কমিটির সভাপতি স্বপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এড. স্বপন চক্রবর্তী এড. গৌতম পাল, ড্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ময়মনসিংহ মহানগর কমিটির চেয়ারম্যান অরণ্য ই-চিরান, শেরপুর জেলার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জামালপুর জেলার সাধারণ সম্পাদক বাবু রমেশ বনিক, নেত্রকোনা জেলার সভাপতি এডভোকেট সিধাংশু বিভাচার্য, শেরপুর জেলার ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুব্রতর সাহা, শেরপুর যুব ঐক্য পরিষদের সভাপতি শান্ত রায়, মহানগর যুব ঐক্য পরিষদের আহবায়ক গৌতম কর্মকার, ময়মনসিংহ ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব বর্ণিল সাহা, জামালপুর জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রিপন দাস, নেত্রকোনা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় সাহা, ময়মনসিংহ মহানগর ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক হৃতিম চন্দ্র দে, সদস্য সচিব অমিত সরকারসহ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা সদর শেরপুর জামালপুর নেত্রকোনার সভাপতি সাধারণ সম্পাদক সহ ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD