৫-জি সম্প্রসারণে এক হাজার কোটি টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৫-জি সম্প্রসারণে এক হাজার কোটি টাকা

দেশে টেলিযোগাযোগ ও আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নত ও সম্প্রসারিত করা হবে। এ লক্ষ্যে ৫-জির প্রকল্পে ১ হাজার ৫৯ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এটিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৮ হাজার ৮০৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প নিয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫১৫ কোটি ৮৭ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৬৭ কোটি ৪৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১২০ কোটি ৭৮ লাখ টাকা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সভায় এ অনুমোদন দেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে যুক্ত হন তিনি।

সভা শেষে সাংবাদিকদের কাছে এর সারসংক্ষেপ তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বাস্তবায়ন করবে।

এর মধ্যে রয়েছে, টেলিযোগাযোগ-বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় ও স্থাপন্য। ব্যাকআপ রিং নেটওয়ার্ক রূপান্তরের জন্য দেশব্যাপী ১৪৬টি আন্ডারগ্রাউন্ড লিংক স্থাপন করা হবে। ৩৯ কিলোমিটার সাবমেরিন লিংক স্থাপন করাসহ নদীর তলদেশ দিয়ে ৩ হাজার ১৪৪ কিলোমিটার লিংক স্থাপন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সর্বত্র নিরবচ্ছিন্ন সর্বাধুনিক টেলিযোগাযোগ ও আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নত এবং সম্প্রসারিত করা সম্ভব হবে বলে মত দিয়েছে পরিকল্পনা কমিশন।

জি আই/