শ্রীপুরে শত্রুতার জেরে কৃষকের পটল গাছ কাটল দুর্বৃত্তরা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন দারিয়াপুর ইউনিয়নের মালাইনগর গ্রামের পরিমল মন্ডল(৪০) ও মোহন শেখ (৫০) এর ২৮ শতক জমিন পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ধরন্ত এসব গাছের পটল বিক্রি করেই সংসারের খরচ মেটাতেন ওই দুই চাষী। এনজিও থেকে লোন তুলে চাষ শুরু করেছিলেন তারা। ভালো ফলন থাকায় বাজারে বিক্রি করে ভালো অর্থ পাচ্ছিলেন। কিন্তু গতকাল রাতে দুর্বৃত্তরা সমস্ত গাছ কেটে ফেলায় সংসার ও লোনের টাকা নিয়ে হতাশায় ভেঙ্গে পড়েছেন তারা।
আরও পড়ুন: শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর
মোহন শেখ জানান, গতকাল দুপুরে মাঠে খাবার খাওয়ার সময় বরই চারা গ্রামের আব্দুল ফকিরের ছেলে আলম ফকিরের কলা গাছ কাটা নিয়ে আমাকে দোষারপ করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এর পর আজ সকালে জমিতে এসে দেখি আমার ধরন্ত পটলের গাছগুলো কে বা কারা কেটে দিয়েছে।
আরও পড়ুন: শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) লিটন সরকার জানান, ঘটনাটি জানতে পেরেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি/এসবি