গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩
নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু সরকারি টেকনিক্যাল কলেজে প্লাস্টিকের বস্তার মধ্যে শক্তিশালী বোমা পাওয়া গেছে।
শনিবার (১৭ জুন) দুপুর রাজশাহীতে র্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিন দুপুরে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পৌঁছায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় দিনভর কলেজসহ আশাপাশের এলাকায় বোমা আতঙ্ক বিরাজ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের প্রাণহানি
র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের প্রধান ল্যান্স কর্পোরাল লাবু খন্দকার জানান, “প্লাস্টিকের বস্তার ভেতরে একটি লাগেজে শক্তিশালী বোমা রয়েছে। তারা প্রায় ঘণ্টাব্যাপী সার্কিট ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাদের কাছে বোমাটি নিষ্ক্রিয় করার মতো যন্ত্রপাতি নেই। বোমাটি নিষ্ক্রিয় করতে উচ্চতর ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ও বোমা বিশেষজ্ঞ দল আসার জন্য ঢাকায় র্যাবের হেডকোয়ার্টারে খবর পাঠানো হয়েছে। তারা এলেই বোমাটি নিষ্ক্রিয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”
আরও পড়ুন: নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই কর্মসূচি উদ্বোধন
তিনি আরও জানান, তারা না আসা পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন বিশেষ নজরদারিতে রাখবেন।
জেবি/এসবি